মঙ্গল-এ পা পার্সিভিয়ারেন্সের - লালগ্রহের মাটি ছুঁল নাসার মঙ্গলযান পার্সিভিয়ারেন্স
🎬 Watch Now: Feature Video
উৎকণ্ঠার অবসান ৷ লালগ্রহের মাটি ছুঁল নাসার মঙ্গলযান পার্সিভিয়ারেন্স ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ মঙ্গলে ঐতিহাসিক অবতরণ ৷ পৃথিবী ছাড়ার প্রায় সাত মাস পর মঙ্গলের মাটিতে অবতরণ করল পার্সিভিয়ারেন্স ৷ মঙ্গলযানের অবতরণের অন্যতম কারিগর ভারতীয় বংশোদ্ভূত স্বাতী মোহন ৷ পার্সিভিয়ারেন্সের অবতরণের পর আনন্দে ফেটে পড়েন নাসার ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা । সাত মিনিটের আতঙ্ক কাটিয়ে স্বস্তির শ্বাস ফেলেন তাঁরা । পার্সিভিয়ারেন্সে রয়েছে 25টি ক্যামেরা ও দুটি মাইক্রোফোন । মঙ্গলে পৌঁছেই প্রথম ছবি পাঠিয়েছে এই রোভার ।