Md Salim Slams TMC সবে তো হিমশৈলের চূড়া বেরিয়েছে, রাজ্যে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ সেলিমের - সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 13, 2022, 8:50 PM IST

তৃণমূলের নেতাদের যা দুর্নীতি বেরিয়েছে তা হিমশৈলের চূড়ামাত্র, এখনও বেরোনো বাকি রয়েছে। কোচবিহারে সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim Slams TMC in a Press Meet)। শনিবার দুপুরে সিপিএমের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি জানান 2013 সাল থেকে দুর্নীতি হচ্ছে এরাজ্যে, ওনাদের লজ্জা নেই। তখন মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নিতেন তাহলে এখন এই অবস্থা হত না। বিভিন্ন সরকারি দফতরে যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষা নিয়োগে দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন তোমরা চার আনা নাও, বাকি বারো আনা দলকে দাও। পার্থ-অর্পিতার যা বেরিয়েছে তা চার আনা আরও বারো আনা বাকি ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.