Dilip Ghosh on Droupadi Murmu: 'তৃণমূলের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবে', যশবন্তের এ রাজ্যে না-আসা নিয়ে কটাক্ষ দিলীপের - দ্রৌপদী মুর্মুকে নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া
🎬 Watch Now: Feature Video
রাষ্ট্রপতি নির্বাচন-সহ একাধিক ইস্যুতে তৃণমূলের সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ নিউটাউনের ইকোপার্কে মঙ্গলবার তিনি বলেন, তৃণমূলের অনেকজনই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন(Many tmc leader will vote for Droupadi Murmu says dilip ghosh)৷ যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করলেও তাঁর নমিনেশন জমা দেওয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায় যাননি ৷ কিন্তু দ্রৌপদী মুর্মুর নমিনেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ সকল নেতারা উপস্থিত ছিলেন ৷ মুখ্যমন্ত্রী এখন বলছেন আগে জানলে উনি দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার কথা ভাবতেন(Dilip Ghosh on Droupadi Murmu)৷ কিন্তু তিনিই তো আগে প্রার্থী দিয়েছেন ৷ সবকিছুতেই উনি নাটক করেন ৷