Man to Meet Mamata Banerjee : মমতার ছবি বুকে পথ হাঁটছেন ডুয়ার্সের শংকর, চান মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ - Man to Meet Mamata Banerjee
🎬 Watch Now: Feature Video
বুকে আঁকা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি আর তাতে লেখা বীরনগরী অঞ্চল তৃণমূলের সৈনিক । জলপাইগুড়ি ডুয়ার্সের বানারহাট ব্লকের বীরনগরী অঞ্চলের বাসিন্দা শংকর ভট্টাচার্য ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করতে জলপাইগুড়ির ডুয়ার্স থেকে 15 জুন রওনা দেন তিনি । দীর্ঘ 26 দিন ধরে জাতীয় সড়ক ধরে পায়ে হেটে শংকর বাবু রানাঘাটে পৌঁছেছেন । শঙ্করবাবুর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নানা উন্নয়নমূলক প্রকল্পে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডুয়ার্স অনেক উপকৃত হয়েছে । তাই তিনি কৃতজ্ঞতা জানাতে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করতে চান । তিনি আরও বলেন, "ডুয়ার্স থেকে মাটি নিয়ে যাচ্ছি, এই মাটি তাঁর হাতে তুলে দিয়ে বলব এই মাটি যেন আলাদা না হয়, ডুয়ার্স যেন ভাগ না হয় ।" রবিবার শংকর বাবু যখন রানাঘাটে পৌঁছন, তখন তাঁকে দেখতে ও উৎসাহ দিতে হাজির হন রানাঘাট শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত পালও। তাঁর সুবিধা-অসুবিধার কথা শুনে রাত্রিবাসের ব্যবস্থা করা হয় ।
TAGGED:
Man to Meet Mamata Banerjee