Mamata Banerjee: অনিতকে পাশে নিয়ে পাহাড়বাসীর উদ্দেশে 'ভিক্টরি সাইন' মমতার - অনিত থাপা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15795442-1067-15795442-1657545965726.jpg)
পূর্ব নির্ধারিত সূচি মেনে সোমবারই দার্জিলিং (Darjeeling) পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এদিন তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু'পাশে সারি বেঁধে দাঁড়িয়ে ছিলেন স্থানীয় বাসিন্দারা ৷ অনেকেই তাঁদের চিরাচরিত পোশাকে নিজেদের সাজিয়ে ছিলেন ৷ এদিন বিমানে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ তারপর সড়কপথে আসেন দার্জিলিং ৷ মুখ্যমন্ত্রীর কনভয় কার্শিয়াং পৌঁছতেই তাঁকে স্বাগত জানান ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি তথা জিটিএ-র ভাবী চেয়ারম্যান অনিত থাপা (Anit Thapa) ৷ তাঁকে দেখে গাড়ি থামিয়ে পাহাড়ি রাস্তায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী ৷ তাঁদের দু'জনের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সদস্য ও সমর্থকরা ৷ মুখ্যমন্ত্রী এবং অনিত, দু'জনেই হাত তুলে 'ভিক্টরি সাইন' দেখান ৷ প্রসঙ্গত, মঙ্গলবারই জিটিএ-র শপথগ্রহণ প্রক্রিয়া সারা হবে ৷ সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্য়ায়ও উপস্থিত থাকবেন ৷