Mamata Banerjee at Durgapur: বর্ধমানে সরকারি কর্মসূচি সেরে দুর্গাপুরে পৌঁছলেন মমতা, থাকবেন সার্কিট হাউসে - বুধবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
পূর্ব বর্ধমান মাটি উৎসব শেষ করে সড়কপথে বিকাল প্রায় সাড়ে চারটা নাগাদ দুর্গাপুরের সার্কিট হাউসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee at Durgapur) । সূত্রের খবর, সোমবার রাত্রি যাপনের পর মঙ্গলবার আসানসোলের জনসভায় যাবেন তিনি। আসানসোল থেকে মঙ্গলবার ফের আসবেন দুর্গাপুরের সার্কিট হাউসে। মঙ্গলবার রাত্রি যাপন করবেন দুর্গাপুরের সার্কিট হাউসে। বুধবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন ৷ তারপর তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। আর তাই সিটি সেন্টার জুড়ে কড়া নিরাপত্তা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। দলনেত্রীকে স্বাগত জানাতে সার্কিট হাউসের বাইরে তৃণমূল নেতা-কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিন মুখ্যমন্ত্রী সার্কিট হাউসের ঢোকার সময় দলের নেতাদের সঙ্গে কথা বলেন।