Mahua Moitra: সোহাগ চাঁদ বদনি... লোকগীতির তালে পঞ্চমীতে মহুয়ার সঙ্গে কোমর দোলাল নেটপাড়া
🎬 Watch Now: Feature Video
তিনি কৃষ্ণনগরের সাংসদ ৷ সংসদে দাঁড়িয়ে বিরোধীদের স্পষ্ট অথচ চাঁচাছোলা ভাষায় আক্রমণে তাঁর জুড়ি মেলা ভার ৷ দিনকয়েক আগে কালী মন্তব্যে প্রবল সমালোচিত হয়েও নিজের অবস্থানে অনড় ছিলেন করিমপুরের প্রাক্তন বিধায়িকা ৷ সেই মহুয়া মৈত্রই (Mahua Moitra) মহাপঞ্চমীতে সব বিতর্ক পাশ কাটিয়ে ধরা দিলেন অন্য অবতারে ৷ বাংলার জনপ্রিয় লোকসঙ্গীত সোহাগ চাঁদ বদনি ধনী-র তালে জমিয়ে নাচলেন কৃষ্ণনগরের সাংসদ ৷ নাকাশিপাড়ায় এক পুজো কমিটির মহিলা সদস্যদের সঙ্গে তাঁর এই নাচের ভিডিয়ো টুইটারে পোস্ট করতেই তা ভাইরাল নেটপাড়ায় (Mahua Moitra shares her Panchami celebration video on social media) ৷ মহুয়ার সঙ্গেই মহাপঞ্চমীর সন্ধেয় নেচে উঠলেন নেটাগরিকরা ৷ টুইটের ক্যাপশনে মহুয়া লেখেন, নদিয়া জেলায় মহাপঞ্চমীর সেলিব্রেশন ৷
TAGGED:
Mahua Moitra