কলকাতা, 14 জানুয়ারি: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার প্রায় সাড়ে তিনবছর পর পার্থ চট্টোপাধ্যায়ের বিচার শুরু হল ৷ মঙ্গলবার কলকাতার বিচারভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির বিশেষ আদালতে এই বিচার শুরু হয়েছে৷ প্রথমদিনই চলে সাক্ষ্যগ্রহণ ৷
কে এদিন সাক্ষ্য দিলেন ? এই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি ৷ সাধারণত রুদ্ধদ্বার বিচারপ্রক্রিয়ায় আদালতের সমস্ত কিছুতে গোপনীয়তা রক্ষা করা হয় ৷ তবে জানা গিয়েছে যে এদিন একজন সাক্ষ্য দিয়েছেন ৷ আরও দু’জন সাক্ষী দেবেন৷ তাঁদের সাক্ষ্যগ্রহণ আগামী 20 (আগামী সোমবার) ও 27 জানুয়ারি (চলতি মাসের শেষ সোমবার) নেওয়া হবে ৷
তবে এই মামলায় মোট 54 জন সাক্ষী দেবেন ৷ তাঁদের মধ্যে এই তিনজনের সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত হয়েছে বলে আদালত সূত্রে খবর ৷ বাকিদের কবে সাক্ষ্যগ্রহণ হবে, সেই বিষয়টি এখনও জানা যায়নি ৷ তবে এদিন যিনি সাক্ষ্য দিলেন এবং আরও যে দু’জনের সাক্ষ্য দেওয়ার দিন নির্ধারিত হয়ে আছে, তাঁরা একটি বেসরকারি সংস্থার কর্মী ৷
ইডি জানতে পেরেছে যে তাঁরা ওই সংস্থায় চাকরি করার সময় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁদের কাছে কিছু নাম চেয়েছিলেন ওই সংস্থার ডিরেক্টর বানানোর জন্য । ইডি তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত তথ্য পায় ৷ তা চার্জশিটে উল্লেখও করে ৷ এবার ওই ব্যক্তিরা সাক্ষ্যগ্রহণের সময় আদালতে কী বলে, সেটা এখন দেখার !
উল্লেখ্য, 2021 সালের 22 জুলাই সকালে তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি ৷ পরদিন সকালে সেখান থেকে বের হন ইডির আধিকারিকরা ৷ ততক্ষণে পার্থ চট্টোপাধ্যায়কে তাঁরা গ্রেফতার করে নিয়েছিলেন প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ৷
একই সময়ে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটেও তল্লাশি চালান ইডির আধিকারিকরা ৷ তাঁর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয় ৷ এছাড়া আরও অনেক নথি, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্রও পায় ইডি ৷ অর্পিতাকেও গ্রেফতার করে ইডি ৷ পরে বেলঘরিয়ায় অর্পিতার অন্য একটি ঠিকানায় তল্লাশি চালিয়ে ফের কয়েক কোটি টাকা উদ্ধার করেন ইডির আধিকারিকরা ৷
সেই সময় এই নিয়ে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ এই মামলায় আরও অনেকে গ্রেফতার হন ৷ তার মধ্যে তৃণমূলের একাধিক ছোট-বড় নেতাও রয়েছেন ৷ তবে সকলকে ইডি গ্রেফতার করেনি ৷ কেউ কেউ সিবিআইয়ের হাতেও গ্রেফতার হয়েছেন ৷ আদালতের নির্দেশে মূল মামলার তদন্ত করছে সিবিআই ৷
কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে ৷ সিবিআইয়ের এই মামলায় শুনানি চলছে এখনও ৷