Madan Mitra : দেবীপক্ষের সূচনায় চণ্ডীপাঠ মদনের - দুর্গা পূজা
🎬 Watch Now: Feature Video
দেবীপক্ষের সূচনায় চণ্ডীপাঠ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ বুধবার মহালয়া উপলক্ষে বেলঘড়িয়ার মানসবাগ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোপ্রাঙ্গণে চণ্ডীপাঠ করেন তিনি ৷ অনুষ্ঠানে অংশ নেন পুজোর উদ্যোক্তা-সহ এলাকার বাসিন্দারা ৷ নিষ্ঠাভরে পালন করা হয় যাবতীয় রীতিনীতি ৷