Locket Chatterjee : টাকা খেয়ে খেয়ে ভুঁড়ি বেড়ে গিয়েছে ঝালদার পৌরপ্রধানের : লকেট চট্টোপাধ্যায় - Locket Chatterjee slams Suresh Agarwal
🎬 Watch Now: Feature Video
‘‘টাকা খেয়ে ভুঁড়ি এত বেড়ে গিয়েছে, যে চোখে পড়ার মত অবস্থা হয়ে গিয়েছে ।’’ পুরুলিয়ায় এসে ঝালদার চেয়ারম্যানকে ঠুঁকলেন লকেট চট্টোপাধ্যায় । অর্জুন সিংয়ের পর হুগলির সাংসদের ঘর ওয়াপসি নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনীতির পরিসরে । এদিন সেই সমস্ত জল্পনাও উড়িয়ে দিলেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপির সাংসদ বলেন, "তৃণমূলের এটা স্ট্যাটেজি । শেষ এক বছর ধরে বাজারে জল্পনা ছড়াচ্ছে । আমি 2015 সাল থেকে বিজেপিতে আছি । সবার সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে (Locket Chatterjee slams Suresh Agarwal)।’’
TAGGED:
Locket Chatterjee