ETV Bharat / entertainment

প্রোফাইলে কালো অন্ধকার ! হ্যাকারদের হাতে শিবপ্রসাদ-নন্দিতার 'উইন্ডোজ' পেজ ? - WINDOWS PRODUCTION FACEBOOK PAGE

'উইন্ডোজ'-এর সোশাল মিডিয়া পেজ কি হ্যাকড হয়েছে ? সামাজিক মাধ্যমে বদলে গিয়েছে প্রোফাইল পিকচার ৷

windows production house
হ্যাকারদের হাতে শিবপ্রসাদ-নন্দিতার 'উইন্ডোজ' পেজ ? (ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 23, 2025, 11:59 AM IST

হায়দরাবাদ, 23 জানুয়ারি: কিছুদিন আগেই একাধিক অশ্লীল ভাষায় হুমকি পেয়েছেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী তথা কাহিনিকার-চিত্রনাট্যকার জিনিয়া সেন ৷ এবার তাঁদের প্রোডাকশন হাউসের সোশাল মিডিয়া পেজ হ্যাক হওয়ার অভিযোগ ৷ স্ক্রিনশট তুলে অভিযোগ তুললেন জিনিয়া ৷

বৃহস্পতিবার সকালে আচমকাই 'উইন্ডোজ'-এর ফেসবুক পেজের প্রোফাইল পিকচার কালো হয়ে যায় ৷ সেখানে ফুটে ওঠে হিজিবিজি কিছু ভাষা ৷ গতকালও ফেসবুক পেজে প্রযোজনা সংস্থার তরফে 'লাল্টু - মিতালী' জুটির নানা খুনসুঁটি শেয়ার করা হয়েছিল ৷ তারপর এদিন সকালে আচমকাই সেই পেজে প্রোফাইল পিকচার 'ব্ল্যাক' হয়ে যায় ৷ সেই স্ক্রিন শট তুলে জিনিয়া প্রশ্ন করেন, "হ্যাকড নাকি অন্য কিছু ?"

এর আগে দেবের ভক্তদের বিরুদ্ধে হুমকির অভিযোগ নিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী জিনিয়া সেন ৷ রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন তারকা জুটি ৷ সোশাল মিডিয়ায় হুমকি মুখে পড়েন ‘বহুরূপী’র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ অভিনেতা দেবের ভক্তরা তাঁকে হুমকি দেন বলে অভিযোগ ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় পালটা সরবও হন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেন ৷

হুমকি পোস্ট শেয়ার করে জিনিয়া লিখেছিলেন, "সোশাল মিডিয়ার দৌলতে ফ্যানক্লাবের হুমকি আর উপদ্রব জীবনের অংশ হয়ে গিয়েছে ৷ ট্রলিং, ছবি মুক্তির দিন অবিরাম কটাক্ষ, প্লাট ভোটিং আমাদের ছবি মুক্তির পথ থামাতে পারবে না ৷" এখানেই শেষ নয়, এরপর জিনিয়া অভিযোগ করে লেখেন, "টাকা দিয়ে কেনা আইটি সেন বা রাজনৈতিক শক্তির জোর যতই থাকুক, যেমন পুষ্পা বলে থাকে, হাম ঝুকেগা নেহি ৷" এই ঘটনা সামনে আসার পর অনেক তারকা শিবপ্রসাদ ও জিনিয়ার পাশে দাঁড়ান ৷ কিন্তু তারপরও ট্রোলিং ও হুমকি না থামলে বাধ্য হয়ে লালবাজারে ক্রাইম ব্রাঞ্চের দ্বারস্থ হন তাঁরা ৷ এরপর আচমকাই সোশাল মিডিয়া পেজের এই অবস্থা ৷

হায়দরাবাদ, 23 জানুয়ারি: কিছুদিন আগেই একাধিক অশ্লীল ভাষায় হুমকি পেয়েছেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী তথা কাহিনিকার-চিত্রনাট্যকার জিনিয়া সেন ৷ এবার তাঁদের প্রোডাকশন হাউসের সোশাল মিডিয়া পেজ হ্যাক হওয়ার অভিযোগ ৷ স্ক্রিনশট তুলে অভিযোগ তুললেন জিনিয়া ৷

বৃহস্পতিবার সকালে আচমকাই 'উইন্ডোজ'-এর ফেসবুক পেজের প্রোফাইল পিকচার কালো হয়ে যায় ৷ সেখানে ফুটে ওঠে হিজিবিজি কিছু ভাষা ৷ গতকালও ফেসবুক পেজে প্রযোজনা সংস্থার তরফে 'লাল্টু - মিতালী' জুটির নানা খুনসুঁটি শেয়ার করা হয়েছিল ৷ তারপর এদিন সকালে আচমকাই সেই পেজে প্রোফাইল পিকচার 'ব্ল্যাক' হয়ে যায় ৷ সেই স্ক্রিন শট তুলে জিনিয়া প্রশ্ন করেন, "হ্যাকড নাকি অন্য কিছু ?"

এর আগে দেবের ভক্তদের বিরুদ্ধে হুমকির অভিযোগ নিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী জিনিয়া সেন ৷ রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন তারকা জুটি ৷ সোশাল মিডিয়ায় হুমকি মুখে পড়েন ‘বহুরূপী’র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ অভিনেতা দেবের ভক্তরা তাঁকে হুমকি দেন বলে অভিযোগ ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় পালটা সরবও হন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেন ৷

হুমকি পোস্ট শেয়ার করে জিনিয়া লিখেছিলেন, "সোশাল মিডিয়ার দৌলতে ফ্যানক্লাবের হুমকি আর উপদ্রব জীবনের অংশ হয়ে গিয়েছে ৷ ট্রলিং, ছবি মুক্তির দিন অবিরাম কটাক্ষ, প্লাট ভোটিং আমাদের ছবি মুক্তির পথ থামাতে পারবে না ৷" এখানেই শেষ নয়, এরপর জিনিয়া অভিযোগ করে লেখেন, "টাকা দিয়ে কেনা আইটি সেন বা রাজনৈতিক শক্তির জোর যতই থাকুক, যেমন পুষ্পা বলে থাকে, হাম ঝুকেগা নেহি ৷" এই ঘটনা সামনে আসার পর অনেক তারকা শিবপ্রসাদ ও জিনিয়ার পাশে দাঁড়ান ৷ কিন্তু তারপরও ট্রোলিং ও হুমকি না থামলে বাধ্য হয়ে লালবাজারে ক্রাইম ব্রাঞ্চের দ্বারস্থ হন তাঁরা ৷ এরপর আচমকাই সোশাল মিডিয়া পেজের এই অবস্থা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.