Charak Festival At Malda: মালদায় চড়ক উৎসবে ভক্তদের ভিড় - Charak Festival At Malda
🎬 Watch Now: Feature Video
চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর আয়োজন হয় । সকাল থেকে চড়ক পুজোয় মেতে থাকেন ভক্তরা । সকালে গাজন থেকে শুরু হয় চড়ক । ভক্তরা মেতে ওঠেন গাজনে । চড়ক কাঠে দুই সন্ন্যাসীকে বড়শি দিয়ে ঝুলিয়ে চড়ক ঘোরানো হয় । কথিত আছে, ১৪৮৫ খ্রিষ্টাব্দে রাজা সুন্দরানন্দ ঠাকুর এই পুজোর প্রচলন করেন। রাজ পরিবারের সদস্যরা এই পুজো শুরু করলেও এই পুজোর সমস্ত সন্ন্যাসী প্রায় নিচু সম্প্রদায়ের । তাই এই পুজোয় পুরোহিতের প্রয়োজন হয় না (Charak Festival At Malda)।