Leopard is Seen in Purulia : পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, আতঙ্কে গ্রামবাসী - Leopard is seen on trap camera in Kotshila forest
🎬 Watch Now: Feature Video
পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘ (Leopard is seen on trap camera in Kotshila forest) । গত 20 এপ্রিল সকালে সিমনি বিটের জঙ্গলে একটি গবাদি পশু শিকারের খবর পাওয়া যায় । এরপরই বন দফতরের তরফে তড়িঘড়ি তিনটি ট্র্যাপ ক্যামেরা ওই জঙ্গলে লাগানো হয়। গত 22 এপ্রিল সেই ক্যামেরাগুলি খুলে ফুটেজগুলি খতিয়ে দেখার সময় দেখা যায়, গত 20 এপ্রিল সন্ধ্যে 7.20 মিনিটে ঘুরে বেড়াচ্ছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। এই প্রথমবার নয়, এর আগেও ওই জায়গায় দেখা মিলেছে চিতাবাঘের। একই জায়গা থেকে দু'বার চিতাবাঘের দেখা মেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই কারণে পুরুলিয়া বন দফতরের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। এর পাশাপাশি জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে আরও ট্র্যাপ ক্যামেরা।
TAGGED:
Leopard is Seen in Purulia