Leopard Body Found : ডুয়ার্সের ডায়না চা বাগানে চিতাবাঘের দেহ উদ্ধার - ডুয়ার্সের ডায়না চা বাগানে চিতাবাঘের দেহ উদ্ধার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 20, 2022, 2:58 PM IST

ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না চা বাগানে উদ্ধার চিতাবাঘের দেহ (Leopard Body Founds in Dayana Tea Garden of Dooars) ৷ বুধবার সকাল 6টা নাগাদ শ্রমিকরা চা বাগানে ঘুরছিলেন ৷ সেই সময় চা-বাগানের 3নং সেকশনে একটি চিতাবাঘ দেখতে পান তাঁরা ৷ প্রথমে চিতাবাঘটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা ৷ পড়ে তাঁরা দেখেন চিতাবাঘটি নড়ছে না ৷ সন্দেহ হওয়ায় শ্রমিকরাই বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর দেন ৷ জানানো হয় ডায়না চা বাগান কর্তৃপক্ষকে ৷ খবর পেয়ে বন দফতরের আধিকারিক এবং কর্মীরা ঘটনাস্থলে যান ৷ চিতাবাঘটিকে পরীক্ষা করে তাঁরা দেখেন, সেটি মৃত ৷ এর পর চিতাবাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা ৷ বন দফতর সূত্রে খবর, পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটি সেটি ৷ তবে, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ৷ চিতাবাঘের দেহটি ময়নাতদন্তের জন্য গরুমারায় পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে বন দফতরের আধিকারিকদের অনুমান, চিতাবাঘটির মৃত্যু অন্তত দু’দিন আগে হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.