Lady Of Keylong: লেডি অব কেলং পর্বতশৃঙ্গ জয় করলেন জলপাইগুড়ির অভিযাত্রীরা - Ledy Of Keylong
🎬 Watch Now: Feature Video
দুর্গম পর্বতশৃঙ্গ অভিযানে সফল হলেন নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির সদস্যরা । হিমাচল প্রদেশের লেডি অফ কেলং শৃঙ্গ জয় করলেন 6 জন সদস্য । হিমাচল প্রদেশের এক দুর্গম শৃঙ্গ, যেখানে এখনও পর্যন্ত শুধুমাত্র দুটি অভিযান সংঘটিত হয়েছে । শৃঙ্গের নাম লেডি অফ কেলং যা লাহুল স্পিতি অঞ্চলে অবস্থিত (Ledy Of Keylong)। 20050 ফুট উচ্চতা বিশিষ্ট এই শৃঙ্গের পথ খুবই দুর্গম ছিল । এই শৃঙ্গে যেতে হলে মুল শিবিরে পর্যন্ত কোনও মালবাহক ঘোড়া বা খচ্চর যেতে পারে না । ফলে পর্বতারোহীদেরই মাল বহন করে নিয়ে যান । ভারতীয় পর্বতারোহণ সংগঠন অনুমোদিত দুর্গম এই অভিযানের নেতৃত্ব দেন অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস সঙ্গে দীপঙ্কর সেন, জয়ন্ত সরকার, সুজয় বনিক, আমিত দাস, জনক কোচ শৃঙ্গ জয় করেন । সেখানে জাতীয় পতাকা-সহ ক্লাবের পতাকা তোলেন । গত 12 জুলাই দলটি জলপাইগুড়ি থেকে দিল্লির উদ্দেশে্য রওনা হয় । সেখান থেকে মানালি হয়ে তাঁরা পৌঁছয় টিন্ন গ্রামে । সেখান থেকেই 16 জুলাই হাঁটা শুরু হয় । বেস ক্যাম্প স্থাপন করেন 12 হাজার ফুট উচ্চতায় । গত 24 জুলাই 20050 ফুট উচ্চতা বিশিষ্ট এই দুর্গম শৃঙ্গ অভিযান সফল হয় বলে জানান অভিযাত্রী দল নেতা ভাস্কর দাস ।
TAGGED:
Ledy Of Keylong