Fire at Asansol Shop : আসানসোলে আগুনে ভস্মীভূত দোকান, লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা - ladies beauty parlour burned down in asansol
🎬 Watch Now: Feature Video
আগুনে ভস্মীভূত হয়ে গেল আসানসোলের একটি দোকান ৷ আজ সকালে দোকানের ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়ার ৷ তারাই দমকল ও পুলিশে খবর দেন ৷ খবর দেওয়া হয় দোকানের কর্ণধার নীলাঞ্জনা মুখোপাধ্যায়কে ৷ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে, দমকল পৌঁছনোর আগেই দোকানের ভিতরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল বলে জানান দোকানের কর্ণধার (Ladies Beauty Parlor and Ice Cream Parlor Burnt in Asansol) ৷ ওই দোকানটিকে লেডিস কর্নার, বিউটি পার্লার ও আইসক্রিম পার্লার চালাতেন নীলাঞ্জনা মুখোপাধ্যায় ৷ তাঁর দাবি, দোকানে অন্ততপক্ষে 10 লক্ষ টাকার সামগ্রী ছিল ৷ যার কিছুই অবশিষ্ট নেই ৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ওই এলাকার কাউন্সিলর গোপা হালদার ৷ তিনি যথাসম্ভব সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷