Kathi Nach Festival In Jangalmahal : টানা একমাস ধরে কাঠি নাচ উৎসবে মাতে জঙ্গলমহল - Tribal Festival
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুজোর বেশ কিছুদিন আগে থেকেই উৎসব শুরু হয়ে যায় বাংলার জঙ্গলমহল এলাকাগুলোয়৷ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে টানা এক মাস সময় ধরে কুড়মি, সাঁওতাল প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মেতে ওঠেন কাঠি নাচ , সাড়পা নাচ, দাঁশাই নাচ, ভুয়াং নাচ উৎসবে। পাড়ায়-পাড়ায় ঘুরে চলে পিঠে পুলির আনন্দ উপভোগ, অন্য দিকে চলতে থাকে এই নাচের আসর। পুরুষেরা শাড়ি, চুড়ি, গয়না পরে নাচনীর বেশে এই উৎসব পালন করেন । ঢোল-মাদলা-ধামসার তালে মুখরিত হয় গোটা গ্রাম।