puja parikrama : কাশী বোস লেনের পুজোয় মানুষের ঢল - কাশী বোস লেন দুর্গাপূজা সমিতি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13326188-thumbnail-3x2-hatibagan.jpg)
উত্তর কলকাতার অন্যতম নামী পুজো হাতিবাগানের কাশী বোস লেন দুর্গাপূজা সমিতির পুজো ৷ এবছর এই পুজোর থিম 'অপূর্ণা'৷ ষষ্ঠীর দিন সকাল থেকেই এই পুজোয় চোখে পড়েছে মানুষের ভিড় ৷ শহর-শহরতলি ও জেলা থেকেও দর্শনার্থীরা এসেছেন এই পুজো দেখতে ৷