"প্রশাসনকে কাজে লাগিয়ে CAA সমর্থনকে দমানোর চেষ্টা", নিন্দা কৈলাসের - South Kolkata
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ কলকাতায় CAA-এর সমর্থনে মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গী ৷ গ্রেপ্তারি নিয়ে তিনি বলেন, প্রশাসনের এই কাজ অসাংবিধানিক ৷ তাঁরা গণতান্ত্রিকভাবে CAA-র সমর্থন করছিলেন ৷ সেখানে প্রশাসনকে কাজে লাগিয়ে তাঁদের দমানোর চেষ্টা করা হয় ৷ এর নিন্দা করেন তিনি ৷