বাংলার বুদ্ধিজীবীরা তৃণমূল বাঁচাও অভিযান করছে : দিলীপ ঘোষ - অমর্ত্য সেন প্রসঙ্গে দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
‘‘অমর্ত্য সেন নয় । বাংলার বুদ্ধিজীবীরা তৃণমূল বাঁচাও অভিযান করছে । তৃণমূল ঝামেলায় পড়লেই বুদ্ধিজীবীরা রাস্তায় নামেন । যে জাহাজটা ডুবে যাচ্ছে তাতে বাংলার বুদ্ধিজীবীরা যেন না যান । একবার সিপিআইএমের সঙ্গে গিয়ে ডুবেছিলেন । কোনও মতে দিদির আঁচল ধরে ডাঙায় এসে উঠেছেন । ওই ভুল আর করবেন না । সমাজের সঙ্গে থাকুন । মানুষের সংকটে থাকুন । দেশের সব থেকে বড় পাটির সর্বভারতীয় সভাপতির উপর যখন আক্রমণ হয় তখন তাঁরা কোথায় ছিলেন ৷’’ অমর্ত্য সেন ইশুতে বিশিষ্টদের প্রতিবাদ সভা নিয়ে এই ভাষাতেই আক্রমণ করেন দিলীপ ঘোষ ৷