21 July: 21 জুলাইয়ের সমাবেশের জন্য শিয়ালদাতে করা হল স্বাস্থ্যশিবির - শিয়ালদা স্টেশনের বাইরে শহিদ দিবস উপলক্ষে করা হয়েছে স্বাস্থ্যক্যাম্প
🎬 Watch Now: Feature Video
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল রাস্তার বিভিন্ন জায়গায় করা হবে স্বাস্থ্য ক্যাম্প। সেই নিয়ে দেখা গিয়েছিল বিতর্ক। দলীয় অনুষ্ঠানে কীভাবে দেওয়া হয় সরকারি নির্দেশিকা এই প্রশ্নই তুলেছিল বিরোধীপক্ষ। তবে 21 জুলাইয়ের ঠিক আগেই দেখা গেল স্বাস্থ্য ক্যাম্প (Health Camp is Held in Sealdah for 21 July)। শিয়ালদা স্টেশনের বাইরে শহিদ দিবস উপলক্ষে করা হয়েছে স্বাস্থ্যক্যাম্প। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই স্বাস্থ্যক্যাম্প চলবে শুক্রবার দুপুর পর্যন্ত। প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন থেকে নেওয়া হয়েছে ব্যবস্থা।
TAGGED:
21 July