Aurangabad Panchayet incident : আস্থা ভোটে অপসারিত পঞ্চায়েত প্রধান - Head of Aurangabad Panchayet is removed

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 22, 2021, 9:46 PM IST

তৃণমূলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যদের দ্বারাই অপসারিত তৃণমূলের পঞ্চায়েত প্ৰধান। বুধবার আস্থা ভোটের মাধ্যমে অপসারিত হলেন সুতি-2 ব্লকের তৃণমূল পরিচালিত অরঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের প্ৰধান খালেদা বিবি (Head of Aurangabad Panchayet Khaleda Biwi is removed)। 8-0 ভোটে অপসারিত হন তিনি। অরঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 10 জন। তারমধ্যে একজন প্রয়াত হয়েছেন। সম্প্রতি নয় সদস্য বিশিষ্ট অরঙ্গাবাদ গ্রাম পঞ্চায়েতের প্ৰধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করেন তৃণমূলেরই 8 গ্রাম পঞ্চায়েত সদস্য। ফলে বেজায় বিপাকে পড়েন প্ৰধান খালেদা বিবি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে বুধবার আস্থা ভোটের তারিখ নির্ধারণ করা হয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন আস্থা ভোটে ৮-০ ভোটে অপসারিত হন প্ৰধান।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.