Lakshmi Bhander : লক্ষীর ভাণ্ডারকে কটাক্ষ করে গান বাঁধলেন বিজেপি বিধায়ক - Lakshmi Bhander
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রীর প্রকল্প লক্ষীর ভাণ্ডারকে কটাক্ষ করে গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। পাশাপাশি তাঁর গানের মাধ্যমে উঠে এসেছে প্রশাসনের তাড়া খেয়ে লক্ষ্মী আজ পদপৃষ্ট ৷ এছাড়াও ত্রাণ চাই না পরিত্রাণ চাই, স্বনির্ভর হতে চাই । ঠিক এই ভাষাতেই গান বেঁধেছেন। উল্লেখ্য 'লক্ষীর ভাণ্ডার' এবং 'দুয়ারে সরকার'-এর আবেদনপত্র জমা নেওয়ার কাজ দীর্ঘদিন ধরেই চলছে রাজ্যজুড়ে। একাধিকবার বিধিভঙ্গ করার অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গা থেকে। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই এবার গান বাঁধলেন অসীম সরকার। তিনি বলেন, "মেয়েরা লক্ষ্মীর জাত। কিন্তু প্রতিটি মহিলা পাঁচশো এবং হাজার টাকার জন্য যেভাবে ছুটে চলেছেন তাতে একদিকে যেমন তাঁরা হয়রানি হচ্ছেন এবং অন্যদিকে করোনা সংক্রমণের আশঙ্কাও বেড়ে যাচ্ছে।"