Durga Puja 2022: 53তম বর্ষে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব, থিম 'আমরা গাই প্রকৃতির গান, বাঁচাব সবুজ হাসবে প্রাণ' - হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 30, 2022, 8:12 PM IST

বরাবরই শিলিগুড়ির সেরা পুজোর তালিকায় জায়গা করে নেয় হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব (Haidar Para Sporting Club)। এবার 53তম বর্ষে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবে পর্দাপণ (Durga Puja 2022) ৷ থিম 'আমরা গাই প্রকৃতির গান, বাঁচাব সবুজ হাসবে প্রাণ।' কাঠ, কাপড় ও নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী দিয়ে তৈরি হয়েছে পুরো মণ্ডপসজ্জা। পাশাপাশি ব্যবহার করা হয়েছে চিকিৎসাসামগ্রী। মণ্ডপজুড়ে পরিবেশ বাঁচানোর বার্তা দেওয়া হয়েছে এবারের হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের থিমে। গাছ কাটলে, সবুজায়ন ধ্বংস হলে পরিবেশ ও মানুষ সমাজে কী প্রভাব পড়বে তা তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জার মাধ্যমে।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.