Girls Struggle of Kanksa: পড়াশোনা চালাতে মরণপণ সংগ্রাম আদিবাসী কন্যার - চরম আর্থিক অনটনের মধ্যে বিগত দুবছর ধরে মেলেনি কন্যাশ্রী প্রকল্পের টাকা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 27, 2022, 10:16 PM IST

কাঁকসার জঙ্গলমহলের রক্ষিতপুর এলাকার মালতি কিস্কুর পড়াশোনার অদম্য ইচ্ছে। সে কাঁকসার মলানদিঘি দুর্গাদাস বিদ্যামন্দিরের একাদশ শ্রেণির পড়ুয়া। বাবা মারা গিয়েছেন বেশ কিছুদিন হল ৷ সংসার চালাতে এখন মা'ই ভরসা। সংসারে চরম আর্থিক-অনটনের মধ্যেও গত দু'বছর ধরে মেলেনি কন্যাশ্রী প্রকল্পের টাকা। যার জেরে করোনা পরিস্থিতির সময় পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হয়েছে মালতিকে (Girls Struggle of Kanksa Jungle Mahal)। তখন থেকেই মায়ের সঙ্গে সংসারে হাল ধরতে কখনও পাতা সেলাই আবার কখনও জঙ্গল থেকে মহুয়া ফল সংগ্রহ করে কচড়া তেল তৈরি করে সে। কারণ ভোজ্য তেলের দাম এখন আগুন। পড়াশোনা চালাতে দরকার অর্থ, তাই পড়াশোনার পাশাপাশি তৈরি করে তেল। মালতি চাই, তার পাশে সরকার দাঁড়াক ৷ যাতে সে পড়াশোনাটুকু চালিয়ে যেতে পারে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.