Girl Died Eating Lichi : লিচুর বীজ গলায় আটকে বিপত্তি, ধূপগুড়িতে মৃত্যু বালিকার - Girl Died Eating Lichi

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 24, 2022, 10:42 PM IST

Updated : May 25, 2022, 6:56 AM IST

গলায় লিচু আটকে মৃত্যু হল সাত বছরের এক বালিকার (Girl Died Eating Lichi) । ঘটনাটি ঘটে ধূপগুড়ি ব্লকের সোনাখালি সংলগ্ন চামড়া গুদাম এলাকায় ৷ মৃত বালিকার নাম হাসিনা বেগম । বয়স 7 ৷ জানা গিয়েছে, হাসিনা পরিবারের সকলের সঙ্গে সোনাখালি এলাকায় মামার বাড়ি ঘুরতে এসেছিল । মঙ্গলবার সকালে সকলের সঙ্গে বসে লিচু খাচ্ছিল । আচমকাই একটি লিচু তার গলায় আটকে যায় । হঠাৎ করে হাসিনার শ্বাসকষ্ট দেখা দেয় । পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ হাসিনাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন । কর্তব্যরত চিকিৎসক ওই বালিকাকে দেখে মৃত বলে ঘোষণা করেন । পরবর্তী ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে ধূপগুড়ি থানার পুলিশ । দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় ।
Last Updated : May 25, 2022, 6:56 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.