Giant Size Mushroom: জিয়াগঞ্জে বৃহদাকার ব্যাঙের ছাতা দেখতে উৎসাহ স্থানীয়দের - জিয়াগঞ্জ
🎬 Watch Now: Feature Video
একদিন আগেও ছোট্ট সাধারণ ছত্রাকের মতো আকার ছিল গিলটির (ব্যাঙের ছাতা) ৷ বৃষ্টির জল পড়ে মাত্র একদিনেই বিশাল আকার ধারণ করেছে ওই ছত্রাকটি ৷ যেটিকে দেখতে তুমুল উৎসা মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মুকুন্দবাগ অঞ্চলের মানুষজন (Giant Size Mushroom Grow Up One Day Rain in Jiaganj) ৷ মাহালিপাড়া গ্রামে কাঁচা রাস্তার পাশে গজিয়েছে বিশাল বড় ওই ব্যাঙের ছাতাটি ৷ গ্রামবাসীরা জানাচ্ছেন, তাঁরা এত বড় ব্যাঙের ছাতা আগে দেখেননি ৷ ফলে খবর ছড়িয়ে পড়তেও বেশি সময় নেয়নি ৷ মানুষজন ব্যাঙের ছাতাটি দেখতে ভিড় করছেন ৷ অনেকে মোবাইল ফোনে ছবিও তুলে রাখলেন সেটির ৷