ETV Bharat / bharat

সিগারেট আনতে অস্বীকার, নাবালকের মাথায় গুলি দুষ্কৃতীর - MINOR BOY SHOT IN MUNGER

সিগারেট কিনে এনে না দেওয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রের মাথায় গুলি ৷ নাবালকের অবস্থা আশঙ্কাজনক ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশ ৷

Munger Firing Case
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 18 hours ago

মুঙ্গের, 8 জানুয়ারি: আট বছরের বালককে সিগারেট কিনে আনতে বলেছিল এক ব্যক্তি ৷ কিন্তু বাচ্চাটি তা কিনে না আনায় তাকে গুলি করে অভিযুক্ত ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি নাবালক ৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গের জেলার ধরহারা থানা এলাকার গোবিন্দপুর গ্রামে ৷

ছেলেটি বর্তমানে মুঙ্গেরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ তার নাম অংশু ৷ চতুর্থ শ্রেণির ছাত্র ৷ মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছে একটি জায়গায় আগুন পোহাচ্ছিল সে ৷ ঠিক সেই সময় নীতীশ কুমার নামে পরিচিত একজন লোক তার কাছে এসে তাকে কাছের দোকান থেকে সিগারেট কিনে আনতে বলে। ছেলেটি তখন ঠান্ডা আবহাওয়ার কথা বলে তাকে প্রত্যাখ্যান করে । এতে ক্ষিপ্ত হয়ে নীতীশ পিস্তল বের করে অংশুর মাথায় গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন-সহ ছেলেটির বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন অংশুর মাথা থেকে রক্ত বেরোচ্ছে ৷ গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে । তাকে অবিলম্বে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তাঁরা ৷ অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে মুঙ্গের সদর হাসপাতালে রেফার করা হয় ৷

মুঙ্গের সদর হাসপাতালের চিকিৎসক অনুরাগ কুমার বলেন, "মাথায় একটি গুলি আটকে থাকায় ছেলেটির অবস্থা আশঙ্কাজনক । গুলি বের করার চেষ্টা চলছে ।" ছেলেটির বাবা রওশন কুমার জানান, বাড়িতে সিমেন্টের কাজ চলছিল তাই ঘটনাটি ঘটার সময় অংশু কয়েকজন বন্ধুর সঙ্গে আগুন পোহাচ্ছিল ৷ অংশুর দুই ভাই এবং এক বোন আছে । আশেপাশে বসবাসকারী নীতীশ কুমার তাকে সিগারেট আনতে বলেছিল ৷ তা না আনাতেই রাগে অংশুকে গুলি করে ৷

খবর পেয়ে সদর এসডিপিও রাজেশ কুমার স্থানীয় থানার আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি গুলির খোল উদ্ধার করেন । তিনি বলেন, "গোবিন্দপুর গ্রামে একটি ছোটখাটো ইস্যুতে একটি ছেলেকে গুলি করা হয়েছে । অভিযুক্ত, নীতীশের একটি অপরাধমূলক ইতিহাস রয়েছে ৷ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে ৷

মুঙ্গের, 8 জানুয়ারি: আট বছরের বালককে সিগারেট কিনে আনতে বলেছিল এক ব্যক্তি ৷ কিন্তু বাচ্চাটি তা কিনে না আনায় তাকে গুলি করে অভিযুক্ত ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি নাবালক ৷ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গের জেলার ধরহারা থানা এলাকার গোবিন্দপুর গ্রামে ৷

ছেলেটি বর্তমানে মুঙ্গেরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ তার নাম অংশু ৷ চতুর্থ শ্রেণির ছাত্র ৷ মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির কাছে একটি জায়গায় আগুন পোহাচ্ছিল সে ৷ ঠিক সেই সময় নীতীশ কুমার নামে পরিচিত একজন লোক তার কাছে এসে তাকে কাছের দোকান থেকে সিগারেট কিনে আনতে বলে। ছেলেটি তখন ঠান্ডা আবহাওয়ার কথা বলে তাকে প্রত্যাখ্যান করে । এতে ক্ষিপ্ত হয়ে নীতীশ পিস্তল বের করে অংশুর মাথায় গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন-সহ ছেলেটির বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন অংশুর মাথা থেকে রক্ত বেরোচ্ছে ৷ গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে । তাকে অবিলম্বে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তাঁরা ৷ অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে মুঙ্গের সদর হাসপাতালে রেফার করা হয় ৷

মুঙ্গের সদর হাসপাতালের চিকিৎসক অনুরাগ কুমার বলেন, "মাথায় একটি গুলি আটকে থাকায় ছেলেটির অবস্থা আশঙ্কাজনক । গুলি বের করার চেষ্টা চলছে ।" ছেলেটির বাবা রওশন কুমার জানান, বাড়িতে সিমেন্টের কাজ চলছিল তাই ঘটনাটি ঘটার সময় অংশু কয়েকজন বন্ধুর সঙ্গে আগুন পোহাচ্ছিল ৷ অংশুর দুই ভাই এবং এক বোন আছে । আশেপাশে বসবাসকারী নীতীশ কুমার তাকে সিগারেট আনতে বলেছিল ৷ তা না আনাতেই রাগে অংশুকে গুলি করে ৷

খবর পেয়ে সদর এসডিপিও রাজেশ কুমার স্থানীয় থানার আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি গুলির খোল উদ্ধার করেন । তিনি বলেন, "গোবিন্দপুর গ্রামে একটি ছোটখাটো ইস্যুতে একটি ছেলেকে গুলি করা হয়েছে । অভিযুক্ত, নীতীশের একটি অপরাধমূলক ইতিহাস রয়েছে ৷ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.