Ganja Recovered অণ্ডালে গাঁজাসহ গ্রেফতার 2 - অণ্ডালে গাঁজাসহ গ্রেফতার 2

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 26, 2022, 10:02 PM IST

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে গাঁজা-সহ গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে বাইশ কেজি গাঁজা । আজ তাদের পেশ করা হয় আসানসোল আদালতে (Andal Ganja Recovered) । ধৃতদের নাম জয়প্রকাশ সাউ ও উজ্জ্বল গড়াই । উজ্জ্বল গড়াই-এর বাড়ি বীরভূম জেলার সদাইপুর থানার ছিনপাই এলাকায় । জয় প্রকাশ সাউ অণ্ডালের উত্তর বাজারের বাসিন্দা । জানা গিয়েছে, উজ্জ্বল গড়াই এসেছিল জয়প্রকাশ সাউয়ের কাছে গাঁজা কেনার জন্য । এদিকে ওত পেতে বসেছিল পুলিশ । গাঁজা হাত বদল হওয়ার সময় পুলিশ অভিযুক্ত দু'জনকে ধরে । ধৃতকে আজ শুক্রবার আসানসোলের বিশেষ আদালতে পেশ করা হয় । জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দু'জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর । পরপর গাঁজা উদ্ধারের ঘটনায় খনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.