Malda Arrested : মালদায় ডাকাতির ঘটনায় মহারাষ্ট্র-যোগ, গ্রেফতার পাঁচ - মালদায় ডাকাতির ঘটনায় মহারাষ্ট্র যোগ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 20, 2022, 7:43 PM IST

গত 11 মে বামনগোলা থানার কান্তিপাড়া এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় প্রাথমিকভাবে গোপাল ঘোষ নামে এলাকারই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় (Five miscreants from Maharashtra arrested in Malda robbery incident)। গোপাল ঘোষকে জেরা করে পুলিশ জানতে পারে, ঘটনার মূল চক্রীরা সবাই মহারাষ্ট্রের বাসিন্দা । ধৃত ব্যক্তি তাদের ইনফর্মারের কাজ করত । পুলিশি তৎপরতায় অবশেষে গ্রেফতার পাঁচ দুষ্কৃতী । এদের মধ্যে একজনের নামে মুম্বইয়েও কয়েকটি মামলা রয়েছে । গ্রেফতার পাঁচ দুষ্কৃতীর থেকে 5 ভরি সোনা, 6 কিলো 800 গ্রাম রুপো এবং নগদ 70 হাজার টাকা বাজেয়াপ্ত করা হয় । সোমবার সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে 5 জন মহারাষ্ট্রের বাসিন্দা । তারা দীর্ঘদিন ধরে এই জেলায় কাজ করছিল । এদের মধ্যে দু'জনকে অসম, দু'জনকে পুরুলিয়া এবং একজনকে পাকুয়াহাট থেকে ধরা হয়েছে । এদের কাছ থেকে একটি চোরাই মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.