ICAR CIFRI Initiative : দূষণ রোধ ও জেলেদের আয় বাড়াতে গঙ্গায় ছাড়া হল মাছের চারাপোনা - prevent pollution of the ganges fish is released in the ganges

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 15, 2022, 1:21 PM IST

গঙ্গা দূষণ রুখতে ও জেলেদের আয় বাড়াতে গঙ্গায় 2 লক্ষ মাছের চারাপোনা ছাড়ল কেন্দ্রীয় মৎস্য দফতর । 'নমামী' গঙ্গে প্রকল্প ও 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব' কে পাথেয় করে গঙ্গায় 3 প্রকার প্রজাতির প্রায় 2 লক্ষ মাছের চারাপোনা ছাড়া হয়েছে । আজ থেকে আগামী 14 জুন পর্যন্ত উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে এই কর্মসূচি চলবে কেন্দ্রের ৷ প্রসঙ্গত, জলের দূষণরোধে মাছের ভূমিকা অপরিসীম ৷ জলের ক্ষুদ্রাতিক্ষুদ্র নোংরা খেয়ে গঙ্গার জলকে স্বচ্ছ রাখতে সাহায্য করে ৷ এছাড়াও অনেক জেলে আছেন যারা আর্থিকভাবে স্বচ্ছল নয় ৷ তারাও গঙ্গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবেন ৷ তবে মাছ ধরলে মাছের সংখ্য়া কমে যাবে তা নয় ৷ জেলেরা 80 শতাংশ মাছ ধরলেও 6 মাস পরে বাকি থাকা মাছ 1 লক্ষ বংশ বৃদ্ধি করবে ৷ ফলে গঙ্গায় মাছের সংখ্যা বাড়বে বই কমবে না (ICAR-CIFRI Initiative) ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.