কাকদ্বীপে স্টেশন লাগোয়া বস্তিতে আগুন, ভষ্মীভূত 20টি বাড়ি - কাকদ্বীপের স্টেশন লাগোয়া বস্তিতে আগুন
🎬 Watch Now: Feature Video
কাকদ্বীপ স্টেশন লাগোয়া বস্তিতে আগুন । পুড়ে গেল 20টি বাড়ি । ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । দমকলের প্রাথমিক অনুমান, রান্না করার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই আগুন লেগেছে ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িগুলিতেও ।