Fire Breaks Out: পাথরপ্রতিমায় প্রাক্তন প্রধানের বাড়িতে অগ্নিকাণ্ড, মৃত এক - ঘটনাটি পাথরপ্রতিমার মধাইমোড়ের
🎬 Watch Now: Feature Video
রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা (Fire Breaks Out in House)। যার জেরে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বাড়িটি ৷ ঘটনাটি পাথরপ্রতিমার মধাইমোড়ের। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাক্তন প্রধান বনমালী ঘড়ুইয়ের বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডটি ঘটে। তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে প্রতিবেশীরা ৷ তাঁদের তৎপরতায় বাড়ি থেকে উদ্ধার করা হয় বনমালী ঘড়ুইয়ের মাকে। তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য রায়দিঘি হাসপাতালে (Raidighi Rural Hospital) নিয়ে যাওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয় ৷ অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ওই এলাকায়।
Last Updated : Aug 30, 2022, 10:52 PM IST