Fire at Matigara Godown অগ্নিকাণ্ডে ভস্মীভূত মাটিগাড়ার রংয়ের গুদাম - অগ্নিকাণ্ডে ভস্মীভূত মাটিগাড়ার রংয়ের গুদাম
🎬 Watch Now: Feature Video

শনিবার শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার গরুহাটি এলাকার একটি রঙের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল (Fire Breaks Out at Matigara Godown) ৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি ও মাটিগাড়া দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু তাঁদের সেই চেষ্টা ব্যার্থ হয়। আগুন লাগার ফলে পুরো গুদাম ভস্মীভূত হয়ে যায়। রঙের ওই গুদামটিতে দাহ্য পদার্থ থাকায় মুহুর্তে আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়দের অভিযোগ, ওই গুদামে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সেকারণে গুদাম কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানা ও দমকল বিভাগ।