Fake CBI officer: ইছাপুর থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার - ভুয়ো সিবিআই অফিসার
🎬 Watch Now: Feature Video
ইছাপুর থেকে গ্রেফতার করা হল সম্রাট রায় নামে এক ভুয়ো সিবিআই অফিসারকে (fake cbi officer arrested) । তার থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো নথি, নকল আই কার্ড, পে-স্লিপ, নকল স্ট্যাম্প-সহ প্রচুর নথি । সূত্রে খবর, ওই ব্যক্তি পচিমবঙ্গ-সহ অসমে সিবিআই অফিসার পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারে সম্রাট রয়েছে উত্তর 24 পরগনার ইছাপুরের বাড়িতে । এদিন সিবিআই-এর 6 জনের প্রতিনিধিদল বিশেষ অভিযান চালিয়ে সেখানে হানা দেয় । হাতেনাতে পাকড়াও করা হয় তাকে। আজ অভিযুক্তকে কোর্টে তোলা হবে এবং ট্রানজিট রিমান্ডে তাকে অসমে নিয়ে যাওয়া হবে ।