Dilip Ghosh on Bye Elections Result : উপনির্বাচনের ফলাফল প্রত্যাশিত, চিন্তিত নন দিলীপ - দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
প্রত্যাশিত ফলাফল । তাই উপনির্বাচনে বালিগঞ্জ এবং আসানসোলে হার নিয়ে চিন্তিত নন দিলীপ ঘোষ (Expected Result for Bye Elections Says Dilip Ghosh) ৷ তাঁর দাবি, এই দুই নির্বাচনে সাধারণ মানুষ ঘর থেকে বেরোননি ৷ বিশেষত, আসানসোল লোকসভার উপনির্বাচনে ৷ সেখানে বহিরাগতদের দিয়ে সন্ত্রাসের আবহে ভোট হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷ আর বালিগঞ্জে তৃণমূলের ভোট কমা নিয়ে দিলীপের পর্যবেক্ষণ, বালিগঞ্জে তৃণমূলের ভোটাররাই ভোট দেননি ৷ বিশেষ করে তৃণমূলের প্রার্থীকে মেনে নেননি বলেই মুসলিম ভোট তৃণমূলের বিপক্ষে গিয়েছে বলে মনে করেন দিলীপ ৷ আর তারই ফল, সিপিএমের দু’নম্বরে উঠে আসা ৷ পাশাপাশি বালিগঞ্জে বিজেপির ভোটাররা নির্বাচনে অংশ নেননি ৷ তাই এই উপনির্বাচনের ফল খুব একটা অপ্রত্যাশিত নয় বলেই জানান দিলীপ ৷