Debabrata Biswas AIFB : বিপ্লবের যোগ্যতা নেই, ত্রিপুরায় গোটা সরকারের পদত্যাগ করা উচিত : দেবব্রত বিশ্বাস - Debabrata Biswas
🎬 Watch Now: Feature Video
সারা ভারত ফরওয়ার্ড ব্লকের অগ্রগামী কিষান সভার দশম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হল বীরভূমের রামপুরহাটে । 14 ও 15 মে দু'দিন ধরে চলবে এই সম্মেলন । এই উপলক্ষে শনিবার রামপুরহাট পৌরসভার মাঠে একটি জনসভার আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস (Debabrata Biswas Forward Bloc), ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়-সহ দলের রাজ্য ও বিভিন্ন জেলার নেতৃত্ব । সভাশেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ প্রসঙ্গে দেবব্রত বিশ্বাস বলেন, "ওদের মধ্যে খুব গোলমাল চলছিল । ট্রাইবালদের মধ্যে যে কমিটমেন্ট করেছিল তার কোনওটাই রক্ষা করেননি মুখ্যমন্ত্রী । বিজেপি যাকে মুখ্যমন্ত্রী করেছিল তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার কোনও যোগ্যতা নেই । না আছে কোনও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, না আছে কোন প্রশাসনিক ব্যাকগ্রাউন্ড । গোটা ত্রিপুরায় বিশৃঙ্খলা চলছিল । এখন গোটা গভর্মেন্টের পদত্যাগ করা উচিত এবং তার জন্য় নতুন করে জনগণের রায় নেওয়া দরকার (entire tripura govt should resign says aifb general secretary debabrata biswas)।"