Elephants At Naxalbari : খাবারের খোঁজে নকশালবাড়ির গ্রামে হাতির দল - খাবারের খোঁজে নকশালবাড়ির গ্রামে হাতির দল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 26, 2022, 5:02 PM IST

ফের লোকালয়ে হাতির হানা । বুধবার রাতে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের ছোট মনিরামজ্যোতে বেশ কয়েকটি শিশু-সহ লোকালয়ে ঢুকে পড়ে 30 থেকে 35টি একটি হাতির দল (Elephants At Naxalbari) । ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ বনদফতর সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে টুকুরিয়াঝার জঙ্গল থেকে ওই হাতির দল লোকালয়ে ভুট্টা ও ধান খেতে ঢুকে পড়ে । সকাল হলে আর ফেরত যেতে পারেনি তারা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা রেঞ্জ, টুকুরিয়াঝার রেঞ্জ ও এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা । তাঁরা পৌঁছে হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা শুরু করে । সন্ধ্যে নামলে ফের হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠানোর কাজ শুরু করবে বনদফতর ও এলিফ্যান্ট স্কোয়াড । ততক্ষণ পর্যন্ত নিরাপদে রাখার জন্য মনিটরিং রাখবেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.