Elephant in Jhargram : খাবার খোঁজে যাত্রীবাহী বাসে তল্লাশি 'ঝাড়গ্রাম কি রামলাল'-এর - বাসকে দাঁড় করিয়েছে গজরাজ
🎬 Watch Now: Feature Video
খাবারের সন্ধানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হচ্ছে ৷ কে চালাচ্ছে সেই তল্লাশি ? এক দাঁতাল ! ভাবুন একবার খিদের টানে একেবারে বাসের যাত্রীদের কাছে তল্লাশি চালাচ্ছে সে ৷ শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের পড়াডিহা এলাকায় একটি বাসকে দাঁড় করিয়েছে গজরাজ (Elephant Search food in bus) ৷ যার নাম 'রামলাল' ৷ এর আগেও খাবেরের সন্ধানে রামলাল হানা দিয়েছে নানা জায়গায় ৷ এবার খাবারের জন্য যাত্রীবোঝাই বাসের জানালায় শুঁড় দিয়ে হাতড়াচ্ছে ৷ সে এমন করায় কেউ কেউ জানালার কাঁচ বন্ধ করে দিয়েছে ৷ এরপর 'রামলাল' রেগে গিয়ে বাসটিকে গায়ের জোরে ধাক্কা দিয়ে একেবারে দুলিয়ে দেয়। যাত্রীরা তো এ দেখে ভয়ে কুপোকাত ৷ শেষমেশ খাবার না-পেয়ে পুনরায় জঙ্গলের দিকে চলে যায় 'ঝাড়গ্রাম কি রামলাল'৷