Elephant Cub Rescue : নকশালবাড়িতে উদ্ধার দলছুট হাতির শাবক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 22, 2022, 6:39 PM IST

দলছুট হাতির শাবককে উদ্ধার করল বনদফতর । ঘটনাকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ায় নকশালবাড়ি ব্লকে । বনদফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে টুকুরিয়া ঝাড় জঙ্গল থেকে মেচি নদী পার হতে যাচ্ছিল একদল হাতি (Elephant Cub Rescue) । সেইসময় একটি হাতির শাবক দলছুট হয়ে যায় । হাতির দলটি জঙ্গলে ফিরে গেলেও হাতির শাবকটি একা পরে যায় । দীর্ঘক্ষন একা ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা । এরপর স্থানীয়রাই বনদফতরকে খবর দিলে টুকুরিয়া বনবিভাগের কর্মীরা পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মেচি নদী সংলগ্ন ঝাপুজ্যোত এলাকা থেকে হাতির শাবকটিকে উদ্ধার করে ট্রাক্টরে করে নিয়ে যায় । সেটিকে প্রথমে বাগডোগরা বনবিভাগের অধীন তাইপু বিটে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে শাবকটিকে বেঙ্গল সাফারি পার্কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.