ED Raids at Four Locations in Kolkata : আর্থিক তছরুপের মামলায় কলকাতার চার জায়গায় ইডি’র তল্লাশি - Financial Embezzlement

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 11, 2022, 11:10 AM IST

আর্থিক তছরুপের অভিযোগে কলকাতার চার জায়গায় ইডি’র তল্লাশি অভিযান (ED Raids at Four Locations in Kolkata on Charges of Financial Embezzlement) ৷ অভিজিৎ সেন নামের এক ব্যবসায়ীর অফিস, বাড়ি সহ মোট চার জায়গায় তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের 133নং বাড়ি, যোধপুর পার্কের 362নং বাড়ি, সাউথ সিটি আবাসনের 2নং টাওয়ারের 34জি নম্বর ফ্ল্যাট এবং যোধপুর পার্কের 17 নং বাড়ির অফিসে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা ৷ ইডি সূত্রে খবর, অভিজিতা কনস্ট্রাকশন নামের একটি সংস্থার মালিক অভিজিৎ সেন ৷ ঝাড়খণ্ডের রাঁচিতে অফিস ছিল এই ব্যক্তির ৷ এছাড়াও কলকাতার যোধপুর পার্কে রয়েছে ব্রাঞ্চ অফিস ৷ কয়েকশো কোটি টাকার আর্থিক তছরুপের ঘটনায় কিছুদিন আগেই এই ব্যক্তির নাম উঠে আসে ইডি’র তদন্তে ৷ সেই সূত্র ধরেই কলকাতার চার জায়গায় আজ তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.