BJP Inner Clash : এবার দ্বন্দ্ব মুর্শিদাবাদে, রাজ্য বিজেপির সম্পাদক পদ থেকে ইস্তফা বিধায়কের - BJP Inner Clash
🎬 Watch Now: Feature Video
মুর্শিদাবাদে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে (inner clash in Murshidabad BJP)। মণ্ডল সভাপতি মনোনয়ন নিয়ে বিজেপির জেলা সভাপতির সঙ্গে দুই বিধায়কের মন কষাকষি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে । আর এর জেরেই রাজ্য বিজেপির সম্পাদক পদ ছাড়লেন প্রাক্তন জেলা সভাপতি তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ । একইসঙ্গে রাজ্য বিজেপির কর্মসমিতির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন আরও দুই বিজেপি নেতা ৷ গৌরিশঙ্কর ঘোষের অভিযোগ, সর্বসম্মতভাবে দক্ষিণ মুর্শিদাবাদ জেলার 51 জন মণ্ডল সভাপতির তালিকা তৈরি করা হয়েছিল । কিন্তু সেখান থেকে 18 জনের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে । তার বদলে যাঁদের নাম দেওয়া হয়েছে তাঁরা বিজেপির কেউ নন ৷