Eta Amader Galpo : শ্যুটিং চলছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি 'এটা আমাদের গল্প'-এর - Eta Amader Galpo
🎬 Watch Now: Feature Video
এবার পরিচালনায় মানসী সিনহা। ছবির নাম 'এটা আমাদের গল্প'৷ বিভিন্ন চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, অমিতকান্তি ঘোষ । পরিচালক হিসেবে অভিষেক ছবিতে যদিও অভিনয় করেননি মানসী। কেবল ক্যামেরার পিছনেই রয়েছেন তিনি। ছবি নিয়ে কী বললেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, মানসী সিনহা (Actors of Eta Amader Galpo Share Their Thoughts)?