বিনা অনুমতিতে জনসভা ঘিরে মামলা, জামিন পেলেন দিলীপ ঘোষ - দিলীপ ঘোষের জামিন
🎬 Watch Now: Feature Video
2019 সালের 6 জানুয়ারি ময়না থানার পুলিশের দেওয়া একটি মামলায় আজ তমলুক মহকুমা আদালতে হাজিরা দিলেন দিলীপ ঘোষ । তৎকালীন পুলিশের অভিযোগ, ময়না বিডিও অফিসে সামনে বিনা অনুমতিতে বিজেপি জনসভা করে । ওই সভার প্রধান বক্তাই ছিলেন দিলীপ ঘোষ । সরকারি আইন অমান্য করার জন্য 143,188,506 ধারায় এবং আইপিসি 34/1 ধারায়ে পুলিশ দিলীপ ঘোষের উপর মামলা করেন । আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবাশিস চৌধুরির এজলাসে এলেন জামিন নেওয়ার জন্য । চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 500 টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেন দিলীপ ঘোষকে।