Dilip Ghosh Criticised TMC : আরও অনেক রাঘব বোয়ালদের নাম সামনে আসবে, এসএসসি নিয়ে মন্তব্য দিলীপের - Dilip Ghosh
🎬 Watch Now: Feature Video
এসএসসি দুর্নীতিতে 381 জনের ভুয়ো নিয়োগপত্র নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা দিলীপ ঘোষের (Dilip Ghosh Criticises TMC Leaders Over SSC Corruption Case) ৷ তাঁর দাবি সবক’টি দুর্নীতি মামলার তদন্ত রিপোর্ট জমা পড়লে অনেক রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে ৷ সেই সঙ্গে তাঁর অভিযোগ, ভুয়ো নিয়োগপত্র দিয়ে কয়েকশো কোটি টাকা কামিয়েছে শাসকদলের নেতারা ৷ সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ করেছেন তিনি ৷ পাশাপাশি, এ দিন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের ‘সাম্প্রদায়িক দল’ মন্তব্যের জবাবে দিলীপ ঘোষ বলেন, বিরোধীরা বিজেপিকে সাম্প্রদায়িক দলের তকমা দিয়েছে ৷ আর বিজেপি তা মেনে নিয়েছে ৷ এমনকি মানুষও এই সাম্প্রদায়িক দলকেই গ্রহণ করেছে ৷ ফলে বিজেপির দিকে না দেখে, তৃণমূলের নিজেদের দিকে তাকানো উচিত বলে জানান তিনি ৷ কারণ, কোটি কোটি টাকা খরচ করলেও অসম, গোয়া, ত্রিপুরা কোনও জায়গায় মানুষ তৃণমূলকে গ্রহণ করেনি বলেই মনে করেন দিলীপ ঘোষ ৷