ATM Problem : মেশিনে আটকে কার্ড, এটিএমে তালা ক্ষুব্ধ গ্রাহকের

By

Published : Apr 25, 2022, 7:11 AM IST

thumbnail

এটিএমে আটকে কার্ড (ATM Problem), তার জেরে শাটার নামিয়ে এটিএমে তালা দিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রাহক (Customer Locked the ATM as the Card Got Stuck in the Machine) ৷ রবিবার বিকেলে কোচবিহারের (Cooch Behar News) মাথাভাঙা শহরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গ্রাহকের নাম চিন্ময় চক্রবর্তী । তাঁর অভিযোগ, মাথাভাঙার একটি রাষ্ট্রীয় ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গেলে কার্ড ওই মেশিনে আটকে যায় । প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পরও মেশিন থেকে এটিএম কার্ড না বেরোনোয় তিনি প্রথমে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের খবর দেন ৷ উক্ত ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করেও সমাধান না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এটিএমের শাটার নামিয়ে দেন ৷ শাটারের উপরে নিজের নাম ও ফোন নম্বরও দিয়ে দেন যোগাযোগের জন্য ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.