Jamuria Cyber Cafe Loot : জামুড়িয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাইবার ক্যাফেতে লুঠ দুষ্কৃতীদের - Jamuria Cyber Cafe Loot

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 31, 2022, 9:31 AM IST

জামুড়িয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাইবার ক্যাফেতে লুঠ চালাল দু'জন দুষ্কৃতী (Criminals carrying firearms looted cyber cafe in Jamuria) ৷ জামুড়িয়া পৌরসভার 7 নং ওয়ার্ডের দামোদরপুরের ওই সাইবার ক্যাফে থেকে টাকা এবং কম্পিউটার তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন দোকানের মালিক ৷ দুষ্কৃতীদের মুখ মাস্ক ও কালো কাপড়ে ঢাকা ছিল ৷ এলাকা ছাড়ার আগে দুষ্কৃতীরা বোমাবাজি করে বলেও অভিযোগ উঠেছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই সাইবার ক্যাফেতে দামোদরপুরের অধিকাংশ বাসিন্দার অনলাইন ব্যাঙ্কিং এবং অন্যান্য অনলাইন কাজ হয় ৷ সাইবার ক্যাফেতে লুঠের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক রাম সিং ৷ জামুড়িয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.