ATM Loot Attempt : জামুড়িয়ায় এটিএম লুটের চেষ্টা - ATM Loot Attempt
🎬 Watch Now: Feature Video
জামুরিয়া বিধানসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের বীজপুর মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের পাশে এটিএম লুটের চেষ্টা চালাল দুষ্কৃতীরা । ঘটনার খবর পেয়ে জামুরিয়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে কালো নম্বর প্লেট লাগানো গাড়ি দাঁড়িয়ে ছিল এটিএমটির কাছে । বেশ কয়েকজন দুষ্কৃতী বেল্ট বেঁধে এটিএম মেশিনটি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল । সেই সময় গ্রামের এক পাহারাদার দেখে ফেললে পালিয়ে যায় দুষ্কৃতীরা (ATM Loot Attempt in Jamuria) । অন্যদিকে এটিএমের ভিতরে থাকা সিসি ক্যামেরা কালো রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে । এছাড়াও এটিএমে থাকা ফিঙ্গারপ্রিন্ট কালো রং দিয়ে দেওয়া হয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ ।