Baharampur College Student Murder : অবশেষে বহরমপুরে কলেজ ছাত্রীর খুনের ঘটনার অভিযুক্তের স্বীকারোক্তি - খুনের কথা স্বীকার সুশান্ত চৌধুরীর
🎬 Watch Now: Feature Video
অবশেষে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে খুনের কথা স্বীকার করল কলেজ ছাত্রী খুনের মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরী (Baharampur College Student Murder case)। শনিবার আদালত থেকে জেল হেফাজতে যাওয়ার পথে প্রিজন ভ্যানে বসে সুশান্ত জানায়, সুতপার বাবা ও মা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করেছিল । তার জেরেই খুন করেছে। আইন যে শাস্তি দেবে তা মাথা পেতে নেবে । উল্লেখ্য, গত 2 মে খুন হন বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরী। সেইদিন ওই খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করে 10 দিনের পুলিশ হেফাজতে নেয় বহরমপুর থানার পুলিশ । বুধবার ফের হাজির করা তাকে ৷ বিচারক আরও দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । এদিন তৃতীয়বারের জন্য সুশান্তকে হাজির করা হলে বিচারক আগামী 16 মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন । জেল হেফাজতে নিয়ে যাওয়ার পথে সুশান্ত চৌধুরী বলে, "আইন যে সাজা দেবে সে মেনে নেবে ।"