Asansol Municipal Corporation Election 2022 : মারের বদলা মার, বিধায়ক অগ্নিমিত্রার মন্তব্যে পৌরভোটের আগে সরগরম আসানসোল - Asansol Municipal Corporation Election 2022
🎬 Watch Now: Feature Video
আসন্ন আসানসোল পৌরভোটের মনোনয়ন শুরু হতেই রাজনৈতিক বাদানুবাদে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের রাজনীতি। কলকাতা পৌরভোটের প্রসঙ্গ টেনে মঙ্গলবার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "যদি টিএমসি মনে করে আমাদের মার দিয়ে, ভয় দেখিয়ে আটকাবে তাহলে এবার মারের বদলা মার হবে। পালটা মার হবে ৷" পাল্টা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, "এখানে একটাও বিজেপি কর্মীকে দেখতে পাওয়া যাবে না এমন দৌড়াব ৷" সবমিলিয়ে অগ্নিমিত্রার মন্তব্যে পৌরভোটের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই সরগরম আসানসোল (comment of Agnimitra Paul makes headlines in Asansol before Municipal Corporation) ৷
Last Updated : Dec 29, 2021, 9:08 AM IST